ভোটকেন্দ্র দখলে ভাড়ায় গিয়ে গ্রেপ্তার ৭, অস্ত্র-ককটেল উদ্ধার

Slider ফুলজান বিবির বাংলা


কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে আগামীকাল রোববার। ভোটের আগের দিন আজ শনিবার স্থানীয় গোলাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ২৯টি ককটেল, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। নির্বাচনে সহিংসতার জন্যই সেখানে অস্ত্রগুলো জড়ো করা হয়েছিল বলে র‌্যাব জানিয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার মো. হৃদয়, নগরীর দৌলতপুরের মো. রিপন, নগরীর চাঁনপুরের রবিউল ইসলাম, প্রশত মুরাদপুরের মো. জুয়েল, ঢুলিপাড়ার মো. রুবেল, কাপ্তান বাজারের ফজলুর রাব্বি ও বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামের মাহমুদ উল্লাহ্।

আটকের পর মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর কুমিল্লা কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা টাকার বিনিময়ে বিভিন্নস্থানে কেন্দ্র দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতেন। ভোট কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি ও কেন্দ্র দখল করতে একজন প্রার্থীর পক্ষে বিভিন্ন জায়গা থেকে গোলাবারীতে ভাড়ায় গিয়েছিলেন তারা। তাদের কেউই ওই এলাকার ভোটার নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *