কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে আগামীকাল রোববার। ভোটের আগের দিন আজ শনিবার স্থানীয় গোলাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ২৯টি ককটেল, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। নির্বাচনে সহিংসতার জন্যই সেখানে অস্ত্রগুলো জড়ো করা হয়েছিল বলে র্যাব জানিয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার মো. হৃদয়, নগরীর দৌলতপুরের মো. রিপন, নগরীর চাঁনপুরের রবিউল ইসলাম, প্রশত মুরাদপুরের মো. জুয়েল, ঢুলিপাড়ার মো. রুবেল, কাপ্তান বাজারের ফজলুর রাব্বি ও বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামের মাহমুদ উল্লাহ্।
আটকের পর মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা টাকার বিনিময়ে বিভিন্নস্থানে কেন্দ্র দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতেন। ভোট কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি ও কেন্দ্র দখল করতে একজন প্রার্থীর পক্ষে বিভিন্ন জায়গা থেকে গোলাবারীতে ভাড়ায় গিয়েছিলেন তারা। তাদের কেউই ওই এলাকার ভোটার নন।