বৃটেনে প্রথম বারের মতো এক লাখ ছাড়ালো দৈনিক সংক্রমণ

Slider সারাবিশ্ব


প্রথম বারের মতো একদিনে ১ লাখের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে বৃটেনে। গত এক দিনে দেশটিতে রেকর্ড ১ লাখ ৬ হাজার ১২২ জনের কোভিড শনাক্ত হয়েছে। একইসময়ে কোভিড আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর আগের দিন ৯০ হাজার কোভিড শনাক্ত এবং ১৭২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল বৃটেনে।

গত কয়েক দিন ধরে একের পর এক কোভিড সংক্রমণের রেকর্ড হচ্ছে দেশটিতে। গত বুধবার সে সময় পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৬১০ জনের কোভিড শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দৈনিক সংক্রমণের মাত্রা। একইসঙ্গে দেশটিতে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যাও। গত ১৮ই ডিসেম্বর ৮১৩ জন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে সব মিলিয়ে ৮ হাজারেরও বেশি বৃটিশ কোভিডের কারনে হাসপাতালে রয়েছে। এরমধ্যে ৮৪৯ জন ভেন্টিলেটরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *