রিয়াদ: সৌদি আরবের দাম্মামে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশিসহ ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ৫ বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যুর খবর জানালেও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম স্থানীয় সময় দুপুরে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ফেনী জেলার দাগনভূঞায়ার বদিউর রহমানের ছেলে মীর রহমান, কুমিল্লা চান্দিনার আবু মূসা, কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী এলাকার নিসা মিয়া, চাঁদপুরের লোকমানের ছেলে আবু মোল্লা এবং কুমিল্লা নাঙ্গলকোট থানার আবুল কালামের ছেলে জিয়াউর রহমান।
দূতাবাস সূত্র জানায়, দাম্মামের ‘দাল্লা সানাইয়া’ নামক এলাকায় স্থানীয় সময় ভোর ৫টার দিকে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত অপর শ্রমিক পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।