ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় যুলীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
যুবলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু জানান, অমর একুশে বইমেলায় যুবলীগের একটি স্টল রয়েছে। সেখানে প্রতিদিনই যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক সন্ধ্যা সাড়ে ৬টায় এসে বসেন এবং রাত সাড়ে ৮টায় বেরিয়ে যান।
তিনি আরও জানান, ওমর ফারুক পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে যুবলীগ নেতা সোহেল রানাসহ তিনজন আহত হন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।