রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে একটি পিকআপ ভ্যান ও পূর্ব রামপুরায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মালিবাগ আবুল হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও কাউকে আটক করতে পারেনি।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি অর্ধেক পুড়ে যায়।
অন্যদিকে পূর্ব রামপুরা ডাচ্ বাংলা ব্যাংকের বুথর সামনে একটি প্রইভেট কারে (ঢাকা মেট্রো- ঘ ১৪৭২) আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।