এই মহানগরী আমফান দেখেছে, দেখেছে আয়লা, ফনি কিংবা সদ্য বয়ে যাওয়া ইয়াস। এবার আসছে জাওয়াদ। এই ঘূর্ণিঝড় সোমবার সকালে ল্যান্ডফল করবে দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলে। ফলে, শনিবার দফায় দফায়, রোববার সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে। ওড়িশার পুরী ছুঁয়ে জাওয়াদ নামবে বঙ্গে। তবে, এবার সাইক্লোন এর তীব্রতা খুব বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
ঝোড়ো দমকা বাতাস বইতে পারে। বাতাসের গতিবেগ আমফান বা ইয়াস এর মত হবে না বলেই তাঁদের বিশ্বাস। তাহলেও ঝড় প্রতিরোধে সব ব্যবস্থা রাখা হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যেমন তৈরি থাকছে তেমনই রাজ্য বিদ্যুৎ দপ্তর চব্বিশঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখছে। কলকাতা ও রাজ্য পুলিশও তৈরি। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে যেখানে সোমবার সকালে ল্যান্ডফল করবে জাওয়াদ সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।