ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২২ সালের ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপির ভোটের তারিখ ঘোষণা শনিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। বাছাই প্রক্রিয়া শেষ হবে ৯ ডিসেম্বর। আর ২০২২ সালের ৫ জানুয়ারি এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।