গণ অধিকার পরিষদ নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৮

Slider বাংলার মুখোমুখি


নবগঠিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদে’র মিছিল শেষে নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। আজ শুক্রবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ নগরের কাছারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন।

দলটির নেতা-কর্মীরা জানান, নতুন দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে আজ বিকেলে ময়মনসিংহে একটি আনন্দ মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা। মিছিলে অন্তত এক হাজার লোক অংশ নেন। বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে ময়মনসিংহ নগরের কাছারিঘাট এলাকা পর্যন্ত যায়।

সেখানে যাওয়ার পর কাছারিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের চরে নেমে নেতা-কর্মীরা অবস্থান নেন। সেখানে সবার জন্য প্যাকেটজাত খাবার সরবরাহের কাজ চলছিল। এ সময় ১০–১২ জন দুর্বৃত্ত গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনসহ অন্তত আটজন আহত হন। এদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঝুনু রঞ্জন দাস বলেন, ‘হামলার সময় পুলিশ কাছাকাছি ছিল। পুলিশ আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু হামলাকারীদের থামানোর চেষ্টা করেনি।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন তারা। মিছিলের পর নেতা-কর্মীরা চলে যান। পরে কোথায় কী হয়েছে সেটি আমাদের জানা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *