গাজীপুর: গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম দলীয় পদ হারানোর কারণে মেয়র পদ হারালে কে হবেন ভারপ্রাপ্ত মেয়র, তা নিয়ে জল্পনা কল্পনা আছে। প্যানেল মেয়র না থাকায় সর্বোচ্চ ভোটের পরিসংখ্যানে ভারপ্রাপ্ত মেয়র হওয়ার বিধান প্রচলিত। তবে বাংলাদেশের কোন সিটি কর্পোরেশনে দলীয় কারণে এমন পরিস্থিতিতে হওয়ার নজির নেই বিধায় বাংলাদেশের জন্য এটি একটি নতুন সমস্যা।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার আইনে এ ধরণের ঘটনা ঘটলে সমাধান কি তা স্পষ্ট নয়। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জাহাঙ্গীর আলম মেয়র থাকবে কি থাকবে না, দু একদিনের মধ্যে জানা যাবে। মন্ত্রী আরো বলেন, বিষয়টি নিয়ে ২০০৯ সালের স্থানীয় সরকার আইন পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে ৮৮ টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত জাহাঙ্গীর আলমকে অপসাণের ক্ষেত্রে বাধা হয়ে আছে। স্থানীয় সরকারে জাতীয় প্রতীক বাধ্যতামূলক থাকলে ৮৮ ইউনিয়নে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয় কি করে। এই প্রশ্ন জাহাঙ্গীর আলমকে অপসারণের ক্ষেত্রে একটি জটিল বাধা বলে মনে করছেন অনেকে। জাতীয় প্রতীক প্রত্যাহারের কারণে স্থানীয় সরকার জনপ্রতিনিধি সরালে স্থানীয় সরকারের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। কারণ স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনে মূল যোগ্যতা হলো স্বতন্ত্র থাকা। মূলত এসব কারণেই মেয়র জাহাঙ্গীরকে অপসারণের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রাণালয় সময়ক্ষেপন করছেন। তবে সরকার যেহেতু দেশের সর্বময় ক্ষমতার মালিক তাই সরকার চাইলে মেয়র জাহাঙ্গীর আলমকে অপসারণ করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, কোন কারণে জাহাঙ্গীর আলম মেয়র পদ হারালে কে বসবেন মেয়রের চেয়ারে, তা নিয়ে বিশ্লেষন আছে। বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম প্যানেল মেয়র নির্বাচন করেননি । প্যানেল মেয়র নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ ভোট বড় যোগ্যতা হিসেবে কাজ করে। সেই দিক থেকে ওয়ার্ড কাউন্সিলর হাজী মনির এক নম্বর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পেতে পারেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত কাউন্সিলর মো: হান্নান মিয়া হান্নু। কোন কারণে হাজী মনির দায়িত্ব না পেলে ভারপ্রাপ্ত মেয়র হতে পারেন হান্নান মিয়া হান্নু।
এসব পরিসংখ্যান ছাড়াও কাউন্সিলররা বসে প্যানেল মেয়র ভোটাভোটির মাধ্যমে নির্বাচিত করতে পারেন। এই ক্ষেত্রেও সর্বোচ্চ ভোটের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় জনের পক্ষে বিপক্ষে ভোটাভোটি করতে হবে। সুতরাং কোন কারণে বর্তামান মেয়র জাহাঙ্গীর আলম মেয়র পদ হারালে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে হাজী মনির বা হান্নান মিয়া হান্নু হতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র। তবে সবকিছু নির্ভর করে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটের উপর।
প্রসঙ্গত কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অপরদিকে হান্নান মিয়া হান্নু গাজীপুর মহানগর বি এন পির যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন।