বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ উপজেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক টিপু হাওলাদার (৩০) ও যুবদল কর্মী কবির মোল্লা (৩২)। গত ভোর রাতে এ ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম দাবি করেছেন, ওই দুই নেতা জিজ্ঞাসাবাদে আগৈলঝাড়ার জোবারপাড় এলাকায় তাদের সহযোগীদের কাছে পেট্রল বোমা থাকার কথা জানালে ভোর রাত ৪টার দিকে তাদের নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। গুদার এলাকায় পৌঁছালে কবির-টিপুর সহযোগীরা পুলিশের দিকে পেট্রল বোমা ও গুলি ছুড়লে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে কবির েেমাল্লা ও টিপু হাওলাদার মারা যান। গোলাগুলির ওই ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মো. রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।