‘আমরা একটা সংগঠন করি, আমাদের আদর্শ বঙ্গবন্ধু। জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থী মনোনীত করে দিয়েছেন। ওনার বাহিরে আমরা কোনো কথা বলতে পারবো না। তাই সবাইকে নৌকার ভোট ওপেন মারতে হবে। এর বাহিরে কোনো কথা নাই। আর মেম্বারদের ভোট গোপনে হবে। মাইন্ড ইট। এর বিকল্প কেউ কোনো চিন্তা করবেন না। আমরা আগামী ২৮ তারিখে নৌকার মাঝি জাবেদকে বিজয়ী করেই আনবো।’ তৃতীয় ধাপের ২৮শে নভেম্বর ইউপি নির্বাচনে এভাবে ভোটারদের হুঁশিয়ার করে কথাগুলি বলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
গত রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেনের গণসংযোগ শেষে সন্ধ্যায় ভাদুর ইউনিয়র পৈতপুর গ্রামে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলামের বাড়িতে নেতাকর্মীসহ সকল প্রার্থীদের নিয়ে বৈঠকে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেন ও মেম্বার প্রার্থীরাসহ দলীয় নেতাকর্মীরদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাবিবুর রহমান পবন আরও বলেন, আমাকে রামগঞ্জে কেউ চিনতো না। ছোটবেলা থেকে ঢাকায় থাকি। ওখানে আমার রাজনৈতিক হাতেখড়ি। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম রামগঞ্জে আমার আবিস্কারক। ওনার কারণে আজ রামগঞ্জের ১০টা ইউনিয়নের নেতা-কর্মীদের কাছে পরিচিত হয়েছি।
উল্লেখ্য, ওই ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী জাবেদ হোসেন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূঁইয়া।