আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে দিনটিতে তিনি দেশে নেই। মেয়ের নাগরিকত্ববিষয়ক কিছু কাজকর্ম এবং সেখানে অবস্থানরত মাকে দেখতে তিনি দেশটিতে গেছেন। ওখানেই আজকের দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি আমেরিকার কিছু বাঙালি কমিউনিটির অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে মোবাইল ফোনে জানিয়েছেন মৌসুমী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার, প্রিয়জনরাই এ দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছ্বাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে, সেটাও ভালোলাগার। এখন যেহেতু দেশের বাইরে আছি, তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। খুব মিস করছি সানী ও আমার ছেলেকে।’