শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।
শনিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন শাবি’র প্রক্টর ড. আলমগীর কবির।
প্রক্টর আলমগীর কবির বলেন, মাহফুুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। আমরা জানতে পেরেছি মাহফুজুুর রহমান আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এর কারন জানতে পারিনি। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
উল্লেখ্য, মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসামে। গত দুই মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পাড়ি জমান তিনি। ২০১৮ সালে শাবিতে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন।।