প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আজাদ, সচিব সুরাইয়া

Slider টপ নিউজ
image_188649.azad-suraiya
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পেয়েছেন। আবদুস সোবহান সিকদার অবসরে যাওয়ায় আবুল কালাম আজাদকে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হয়েছে।
আবুল কালাম আজাদের শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগমকে। এই নারী এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন।
২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।
১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা আজাদের জন্ম ১৯৫৭ সালের ৭ জানুয়ারি, জামালপুরে। ২০১৬ সালের ৬ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা।
সুরাইয়া বেগম এর আগে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা সুরাইয়া ২০১৭ সালের ৩১ জানুয়ারি অবসরে যাবেন।
সুরাইয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে বদলি করায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কানিজ ফাতেমাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার এছাড়াও তিন অতিরিক্ত সচিব এবং ১৩ যুগ্ম-সচিবের দপ্তর বদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে পাট অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য তপন কুমার চক্রবর্তী এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব এমদাদ হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে পাট অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *