যাত্রবাড়ী থানার গাড়ি পোড়ানো মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী আহমেদকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ডেমরা জোনের এসআই মো. বশির আহমেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদেনে বলা হয়, গত ২৩শে জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ডেমরা রোডে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩১ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রিজভী তার দল ও জোটের পক্ষে বিভিন্ন প্রচার মাধ্যমে, ফোনে ও সরাসরি দুষ্কৃতিকারীদেরকে বিভিন্ন নাশকতামূলক কাজে আর্থিক যোগান, বিভিন্ন উপাদান সংগ্রহ এবং কোথায় কিভাবে সহিংসতা সৃষ্টি করতে হবে তারও নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ে তথ্য উদঘাটন, এজাহার নামীয় আসামি, সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার, নাশকতা কাজে অর্থ যোগানদাতাদের তথ্য ও পর্যবেক্ষণের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
একই থানার অপর একটি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে রিজভী আহমেদকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।
একই থানার অপর একটি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে রিজভী আহমেদকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।