গাজীপুরঃ বিগত কয়েক বছরে বাংলাদেশে বজ্রপাতের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে তালগাছ। সেই ভাবনা থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ গাজীপুর শ্রীপুর কাওরাইদ মধ্যপাড়ায় রাস্তার দুই ধারে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ কর্মী রাহাত আকন্দের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা।
ছাত্রলীগ কর্মী রাহাত আকন্দ জানান, ‘তাল গাছের বীজ লাগানোর প্রধান উদ্দেশ্য হলো বজ্রপাত থেকে গ্রামের পথচারীদের বাঁচানো এবং একই সাথে পরিবেশ রক্ষা করা। বর্তমান বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, যাকে বজ্রপাতের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। বজ্রপাত সাধারণত উঁচু জায়গায় ঘটে। তাই স্থানীয় প্রযুক্তি হিসেবে তাল গাছকে অধিক গুরুত্ব দেওয়া হয়।নদীর তীরে কৃষকরা কাজ করার সময় বর্জ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। তাল গাছ তাপমাত্রা কমিয়ে বাতাসকে শীতল রাখতে সহায়তা করে। তাছাড়া তাল গাছ গ্রামের মানুষদের ছায়া, ফল, জ্বালানি ইত্যাদির চাহিদা মেটায়। তাই আমরা সতর্কতার অংশ হিসেবে তাল বীজ রোপণ করছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’
এসময় কর্মসুচীতে উপস্থিত ছিল ছাত্রলীগ কর্মী রাহাত আকন্দ, শিহাব খান,মুন্না,শহিদুল, সাকিব সহ অন্যরা