তুমি আছ
———উৎপলা বড়ুয়া
মন বলে, তুমি আছ কাছে
ওই দুর আকাশে…..
লক্ষ তারার মাঝে,
আছ ধ্রুবতারা হয়ে।
তীব্র দহনে তুমি আছ
প্রশান্তির ছায়া হয়ে।
মন বলে তুমি আছ কাছে
ওই নীল সাগরে…..
লক্ষ ঢেউয়ের লহরীতে
জলের বিপুল তরঙ্গ মাঝে
মন বলে তুমি আছ কাছে
ওই দুর পাহাড়ে …..….
নব কিশলয়ে, পাতার ফাঁকে
গুনগুনিয়ে গাওয়া অলির
বেহাগের সুর মাঝে
মন বলে তুমি আছ কাছে
হৃদয়ে হয়ে সুখের বাগান
গুছিয়ে রেখেছি যে তা যত্নে
রেখে বাজি নিজ প্রান।