রোববার হরতালে রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বিভিন্ন স্থানে ককটেল ও হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছেন দুইজন। বিকাল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার তাঁতী বাজার মোড়ে স্কাইলাইন (ঢাকা মেট্রো জ ১৪-০০৯৩) পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস ফকির বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের পাশে হাতবোমা বিস্ফোরণে ১ জন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের রেলগেট এলাকায় কার্টনভর্তি হাতবোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়ে মো. কবির (৩০) নামের এক যুবক আহত হন। পুলিশ জানিয়েছে, কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবেশক। সে সকালে খিলগাঁওয়ের আমানুল্লাহ সুপার মার্কেট থেকে একটি বড় কার্টন নিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কার্টনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আহত হলে কবিরকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। দুপুর আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটায় কেউ আহত হননি। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ