আগামী ১২ই সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শুরুর দিকে সপ্তাহে একদিনই শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে উপস্থিত থেকে ক্লাস করানোর কথা ভাবছে মন্ত্রণালয় বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি কেয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘদিন করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মনের ওপর একটি প্রভাব পড়েছে। শিক্ষা খাতে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। শারীরিকভাবে উপস্থিত থেকে প্রথামিকভাবে আমরা সপ্তাহে একদিন ক্লাস নেয়ার কথা চিন্তা করছি।