বোমা নিস্ক্রিয় করার সময় সেনা ও পুলিশসহ আহত ৫

Slider ফুলজান বিবির বাংলা

63895_boma

 যশোর কোতয়ালী থানা কম্পাউন্ডে উদ্ধারকৃত বোমা নিস্ক্রিয় করার সময় ৪ সেনা সদস্য ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, রোববার বেলা ১২টার দিকে থানা কম্পাউন্ডে বোমা নিস্ক্রিয় করার সময় দুর্ঘটনাক্রমে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বোমা নিস্ক্রিয়কারী দলের ৫ সদস্য আহত হয়েছেন। আহতরা হচ্ছেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট বাবর আলী, সৈনিক কোরবান আলী, ড্রাইভার তারেক ও পুলিশ কনস্টেবল আবু জাফর। আহতদের প্রত্যেকের হাঁটু এবং পায়ে বোমার স্পিøন্টার লেগেছে।
এদিকে থানা চত্বরে বিকট শব্দে বোমা বিষ্ফোরণের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *