হঠাৎ স্বপ্নে ঘুম ভেংগে গলো,কি দেখলাম মনে করতে চেস্টা করছি।
একটা চায়ের স্টলে বসা, পাশেই ৩৫/৩৬ বছরের দুই ভদ্রলোকের কথোপকথন।
১মঃ খালা খালু কেমন আছে?
২য়ঃ আছে ভালো আছে,
১মঃ তারা কোথায়?
২য়ঃ দেশেই আছে, তাদের নিয়ে বহু ঝামেলায় আছি,
১মঃ মানে, কি হয়েছে তাদের নিয়ে?
২য়ঃ আব্বা আম্মা কে কার সাথে থাকবে তাই নিয়ে কথা কাটাকাটি,
১মঃ তারা বয়স্ক মানুষ,তোদেরই বাবা মা,
তাদের থাকা খাওয়া নিয়ে এভাবে টানা হ্যাচরা করবি?
২য়ঃ আমরা ৩ ভাইতো করি না, এখন ঘরের বউরা যদি মানতে না চায় তাহলে কি করবো বল?
১মঃ এখানে বউরা কারা, তোদের জন্ম দিয়াছে কে তোদের বাবা মা নাকি শ্বশুর শ্বাশুড়ি? আবালের মতো কথা কও?
২য়ঃ কি করবো সন্তানদের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না,সংসারে অশান্তি হয়।
১মঃ সংসারে অশান্তিতে কি ঘরেও টিকতে পারো না?
২য়ঃ সে রকমই,
১মঃ উপরে যে আরো গরম তৈরি হচ্ছে,এখন না হয় ঘর রেখে বাহিরে এসে শান্তি খুজো,ওখানে কোথায় খুজবে?
২য়ঃ বছরে দুইবার বাড়ি যাই বউ বাচ্চারা সহ, ৬/৭ দিন থেকে চলে আসি, গেলে ১ম দিন ভালোই কাটে, তারপর শুরুহয় কুটচাল, তর্কের ছড়াছড়ি,যখন এখানে ফিরে আসি তখন বাড়ির ঝাঁঝ থাকে আরো ১৫/২০ দিন,কিযে অশান্তি তা তোকে বুঝাতে পারবো না।
১মঃ বুঝাতে হবে না বুঝতেই পারছি। খালুর বড় শখ ছিলো ছেলেদের জন্য বড় ঘরের মেয়ে নিয়ে আসবেন,সমাজে সবাই বলবে অমুকের বেয়াই আরও কতো স্বপ্ন দেখতেন। এখন বুঝতে পারছি খালু বড় ঘরের থেকে মেয়ে ঠিকই নিয়ে এসেছেন কিন্তু ভুলে বউ নিয়ে আসতে পারেন নি, তিনি বড় ঘর পেয়েছেন ঠিকই কিন্তু বংশিয় ঘর পান নি তাই বউর থেকে সম্মানের বদলে অপঘাত পেয়েছেন।
২য়ঃ ঠিকই বলেছিস।
১মঃ এখন খালাখালু কার কাছে আছে?
২য়ঃ মা আছে সেজোভাইর কাছে,বাবা বড় ভাইর কাছে।
১মঃ মানে?
২য়ঃ কেউতো দুজনকে একত্রে রাখতে চায় না, তাই গত ঈদের ছুটিতে বাড়ি গেলে সিদ্ধান্ত হয় ৩ ভাই মাকে পালা করে ১ মাস খাওয়াবে,বাবাকে এক মাস খাওয়াবে।
কিন্তু সমস্যা হয়েছে আমাকে নিয়ে, আমি থাকি দুরে, তারা আমার কাছে আসবে কি করে,তাছাড়া আমার ৩ রুমের ছোট বাসা এখানে এসে রাখবো কোথায়? আর তোর ভাবী আগেই বলে রাখছে তাদের এখানে আনা যাবে না, বরং তাদের এমাসে যা খাওয়ার খরচ তা কোন এক ভাইকে দিয়ে দাও তারা বাড়তি এক মাস খাওয়াবে।
এই নিয়ে আরও ক্যাচাল, পরে ঠিক হয় এক এক জনের ভাগে বছরে মাকে ৩ মাস বাবাকে ৩ মাস করে পড়ে, মোট ৬ মাসের টাকা সেজো,আর বড় ভাইকে দিবো, তারা আমার ৬ মাস পালাক্রমে খাওয়াবে।
১মঃ তা মাসে তাদের খাওয়া বাবদ কতো দিতে হবে?
২য়ঃ মার জন্য ৩ মাসে ৪০০০টাকা,আর বাবার জন্য ৪০০০টাকা। কিন্তু বিষয়টি কি দেখেছিস আমি ২টা বাচ্চা সহ শহরে থাকি, আমার খাওয়া বাবদ মাসে যা যায় তার সমান তাদের দিতে হবে।
১মঃ এ বিষয়ে তোর বউয়ের মতামত কি?
২য়ঃ সে বলে মাসে ২০০০ এর বেশী দিতে পারবা না।তাদের এতো কি খেতে হবে যে মাসে ৪০০০ করে লাগবে? এখন আমি আছি কি বিপদে।
১মঃ এখন আর কি করবি?
পেট্রলের জায়গায় অকটেন ভরে গাড়ি হাকিয়েছো তার ঝাঁঝ তো থাকবেই।
তা তোদের এ ধরনের সিদ্ধান্তে খালা খালুর মতামত কি?
২য়ঃ শুধু চোখের পানি,আমি সামনে যাইনা
সে অনেক কথা পরে এক সময় বলবো,এখন উঠি। পরবর্তী রাতে যদি আবার তাদের স্বপ্নে আদিস্ট হই তাহলে তাদের মুখ থেকেই শুনবো,নচেত যাহা লেখার অগেচরে শুনেছি তাহাই লিখবো…………….।