রাতে ললিতনগরে দুর্বৃত্তরা রেললাইনের ফিশ প্লেট খুলে রাখায় রাজশাহীগামী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেছিল। এ ঘটনায় সাময়িকভাবে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওদিকে, রাত সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় পাঁচযাত্রী দগ্ধ হয়েছেন। বেগমগঞ্জ আঞ্চলিক সড়কের জকসিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর সোনাপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি জকসিন বাজার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা করে। এতে বাসে আগুন ধরে গেলে পাঁচ যাত্রী দগ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে। ওদিকে, রাজধানীর শান্তিনগর মোড়ে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিনগর মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে। এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।