আজ ২০ দলের বিক্ষোভ, বাধা দিলে সর্বাত্মক হরতাল

Slider জাতীয়

63754_20

টানা ৩৯ দিনের অবরোধের মধ্যে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে ২০ দলীয় জোট। এতে বাধা দেয়া হলে কাল রোববার থেকে ‘সর্বাত্মক’ হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে বিএনপি। শুক্রবার দলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এ হুমকি দেন। এদিকে পুলিশের সূত্র বলছে, এ ধরণের কর্মসূচি করতে দেয়া হবে না। কারণ বিএনপি আন্দোলনের নামে নাশকতা করছে। সারাদেশে এ কর্মসূচি ঘোষণা করা হলেও কোথায়, কখন মিছিল হবে, তা বলা হয়নি। এ জন্য পুলিশের অনুমতিও চাওয়া হয়নি। তবে রাজধানীসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। যে কোন ধরণের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত বলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে কোন বাধা নেই। তবে নাশকতার চেষ্টা করা হলে চরম শাস্তি ভোগ করতে হবে। এদিকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি সফল করতে জোটের নেতা-কর্মীসহ নগরবাসীকে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে শেষ ধাপের আন্দোলনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী খান। গতকাল এক বিবৃতি তারা এ আহ্বান জা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *