ভারতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা: নিহত ১২, আহত শতাধিক

Slider সারাদেশ

63623_er

ভারতের তামিলনাড়– প্রদেশের হোসুর অঞ্চলের কাছে বেঙ্গালুরু-এরনাকুলাম অন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ শতাধিক যাত্রী। আহতদের স্থানীয় হোসুর ও বেঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বড় পাথরের একটি খ- রেললাইনের ওপর পড়ে থাকায় আজ সকালে মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটেছে  বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ। যাত্রীবাহী ট্রেনটির ৯টি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়। ভোর সোয়া ৬টায় ট্রেনটি বেঙ্গালুরু ছেড়েছিল। তামিলনাড়– ও কর্ণাটকের সীমান্তের কাছে আনেকাল রোড ও হোসুর এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছানোর পর এ দুর্ঘটনায় ঘটে। ইউনিয়ন রেলমন্ত্রী সুরেশ প্রভু এক টুইট-বার্তায় বেঙ্গালুরুতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় স্বজন-হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারবর্গকে তিনি সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশন ও দুর্ঘটনাস্থলে একটি সহায়তা-কেন্দ্র খোলা হয়েছে এবং সংশ্লিষ্ট বেশ কয়েকটি টেলিফোন নম্বর দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *