২৪ ঘণ্টায় ২৮৭ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Slider জাতীয়


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে ডেঙ্গু সংক্রমণের এটাই নতুন রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানায়, নতুন ২৮৭ রোগীর মধ্যে মাত্র আট জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার।

এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ১৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের আছেন ১০২ জন।

চলতি মাসের দুই দিনে সারা দেশে মোট ৫২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে ৯৭৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৮ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *