চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে নাগরিক সমাজের দেওয়া সংলাপের প্রস্তাবকে কিছু হতাশাগ্রস্ত বুদ্ধিজীবীর কাজ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘এ ধরনের প্রস্তাব দিয়ে তারা জঙ্গিবাদী এবং সন্ত্রাসীদের সঙ্গে সরকারকে এক কাতারে দাঁড় করাতে চায়। এসব প্রস্তাব সন্ত্রাসকে উৎসাহিত করবে।’
বৃহস্পতিবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত এবং ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ): বাংলাদেশের রফতানিতে সম্ভাব্য প্রভাব’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে বিজিএমইএ এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)।
তোফায়েল আহমেদ বলেন, ‘দেশে এখন যা হচ্ছে তা রাজনীতি নয়; সন্ত্রাস। হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে।’
বর্তমান পরিস্থিতিতে কোনো রকম সংলাপের কথা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আপস করলে দৃষ্টান্ত হয়। এ কারণে ৯/১১-এর ঘটনা সত্ত্বেও ওসামা বিন লাদেনের আল কায়দার সঙ্গে যুক্তরাষ্ট্র আপস করেনি।’
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার বিরুদ্ধে এক হয়েছে ব্যবসায়ী সমাজ। শনিবার তারা এর বিরুদ্ধে প্রতীক অনশন করবে।’
অনশনে সব শ্রেণি-পেশার মানুষকে যোগদানের আহ্বান জানান তিনি।
সেমিনারে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গবেষণা সংস্থা পিআরআইর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজী বক্তৃতা করেন।