সংসদ সদস্যের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Slider সিলেট


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমনীনগরে গণফোরামের কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে উন্নয়ন বঞ্চিত ওসমানীনগরবাসীর ব্যানারে ঝাড়ু মিছিল করা হয়। এতে অংশ নেন শতাধিক যুবক।

ঝাড়ু মিছিলটি উত্তর গোয়ালাবাজার আনোয়ারা ম্যানশনের সামন থেকে শুরু হয়। পরে তা দক্ষিণ গোয়ারাবাজার প্রদক্ষিণ শেষে হারুণ ম্যানশনের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে ওসমানীনগরের বিভিন্ন এলাকাকে উন্নয়ন বঞ্চিত করার অভিযোগ তোলেন বক্তরা।

প্রতিবাদ সভায় যুবলীগ নেতা স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী অভিযোগ করেন, ‘এমপি মোকাব্বির খান সিলেট-২ আসনের এমপি। কিন্তু তিনি গোয়ালাবাজারে টেকনিক্যাল স্কুল, মাছ বাজারের চার তলা বিশিষ্ট ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে এলাকাবাসীকে বঞ্চিত করছেন। জনবিচ্ছিন্ন এই এমপির কারণে ওসমানীনগরের অধিকাংশ এলাকা উন্নয়ন বঞ্চিত রয়েছে।’

ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলীর নেতৃত্বে ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন, জুনেদ আহমদ, সাইফুল ইসলাম, সজিব ধর, রুমেল আহমদ, আক্কাস আলী, বেরাল রাজ, মিঠু দত্ত, হুসাইন আহমদ, নাহিদ আহমদ, মামুল আলী, রনি মালাকার, ফাহিম আহমদ, সাগর দাস, রাহি আহমদ, মিলন আহমদ, মামুন আহমদ, মিলাদ আহমদ সহ শতাধিক যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *