করোনার টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টার দিকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। সাড়ে তিনটার কিছু পর তিনি হাসপাতালে এসে পৌঁছান। গাড়িতে বসেই টিকা নেন তিনি। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান । খালেদা জিয়া মডার্নার টিকা নেন বলে জানা গেছে।
গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। এরআগে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখনও তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।।