সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্পের ১৪টি ঘর রাতের আঁধারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। দুর্নীতি ঢাকতে ঘরগুলো ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, তৈলকুপি গ্রামে পুকুরের পাড়ে ১৪টি ঘর নির্মাণ করা হয়। দুর্নীতির আশ্রয় নিয়ে সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন ঘরগুলো নির্মাণ করেন। কিন্তু অল্পদিনের মধ্যেই ঘরগুলো ধসে পড়ার আশাঙ্কা দেখা দেয়। পুকুর ভরাটের জন্য আরো ৬ লাখ টাকা খরচ করা হয় উপজেলা থেকে। এক সপ্তাহ আগে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতের আঁধারে তৈলকুপি গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর ড্রেজার মেশিন লাগিয়ে ভেঙে ফেলেন এবং রাতের মধ্যেই ইটসহ বিভিন্ন মালামাল সরিয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনা নিশ্চিত করে বলেন, উপকারভোগীদের ঝুঁকির কথা বিবেচনা করে ঘরগুলো ভাঙা হয়েছে।
এ ঘরগুলো সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার সময়ে নির্মাণ করা হয়। এ ব্যাপারে আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে ওই এলাকায় টিম যাবেন। কোনো অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।