প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার সঙ্গে আলোচনা করব? হত্যাকারীর সঙ্গে? আগুনে যে পুড়িয়ে মারে, তার সঙ্গে? আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হরতাল অবরোধে পেট্রলবোমায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল নয়টা ৩৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী দগ্ধ ৬৩ জনের পরিবারকে প্রত্যেকের হাতে তুলে দেন ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র।
রাজনৈতিক সংকট সমাধানে নাগরিক সমাজের পক্ষ থেকে নেয়া আলোচনার উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা এগুলো বলছেন, তারা-যারা সন্ত্রাস করছে, জঙ্গিবাদ করছে, তাদের দেখছেন না? প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলে মারা গেল। আমাকে ঢুকতে দেয়া হলো না। আমাকে যেভাবে অপমান করা হয়েছে, যারা আলোচনার কথা বলছেন, তাদের যদি সেভাবে অপমান করা হতো, তারা কি আর যেতেন? আলোচনার উদ্যোক্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তারা আগে খালেদা জিয়াকে মানুষ খুন করা থেকে বিরত থাকতে বলুন।