যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ মালুম আর নেই

Slider জাতীয়


ঢাকাঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে জেয়াদ আল মালুমকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ভূমিকা রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেয়াদ আল মালুম ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

টাঙ্গাইল সদরের করোটিয়ায় জন্মগ্রহণকারী এই আইনজীবী গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি পদে ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *