বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট দ্রুতই ‘পয়েন্ট অব নো রিটার্ন’-এর দিকে ধাবিত হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলো জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ না নিলে ভয়াবহভাবে অস্থিতিশীল হতে পারে দেশ। এ প্রেক্ষিতে সঙ্কট সমাধানে তিন দফা প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তাতে বলা হয়েছেÑ এক. রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে নিপীড়ন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সরকারকে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশীল সমাজের স্বাধীনতা খর্ব করে এমন পদক্ষেপ পাল্টাতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, তাদের সহায় সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে হবে হামলার হাত থেকে। দুই. গণতান্ত্রিক শাসনে প্রত্যাবর্তন করতে সমঝোতার জন্য বিএনপিকে, প্রয়োজনে হলে সিনিয়রিটির নিম্নতম পর্যায়কে, আমন্ত্রণ জানানো উচিত আওয়ামী লীগের। এর সঙ্গে অঙ্গীভুত থাকবে নির্বাচনী সংস্কার। সরকারে উচিত হবে ঢাকায় মেয়র নির্বাচন করা। তিন. বিএনপির উচিত সহিংসতা পরিহারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তাদের উচিত জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করা।