সমালোচনা পছন্দ করেন জানিয়ে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি বলেছেন, সমালোচনার কারণে তিনি কখনো পিছপা হন না বরং আরও সামনে এগিয়ে যান। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে সবসময় শক্তিশালী করে।’
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত সোমবার পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন বুধবার বনানী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও কোনো সহায়তা পাননি বলে জানিয়েছিলেন পরীমনি। চার দিনে যারা ঘটনাটি জেনেছেন, তাদের অনেকেই উল্টো ‘দমিয়ে রাখার’ চেষ্টা করেছেন বলে জানান তিনি। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলার পর মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। নিজের সাহসী অবস্থানের কারণে অনেকের সমর্থন পেলেও কেউ কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে নিন্দায় মুখর হয়েছেন।
তাদের উদ্দেশে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনির প্রতি সমর্থন জানিয়ে এক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। নিন্দুকেরা যতই নিন্দা করুক না কেন, তোমার স্থান থাকবে প্রকৃত প্রেমীদের অন্তরে।’ কলকাতা থেকে একজন লিখেছেন, ‘কলকাতা থেকে আমরা তোমাকে ভীষণ পছন্দ করি। চিন্তা করো না, তুমি একদিন বিচার পাবে।’
এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে তার বাসার ঠিকানা প্রকাশ করায় পরীমনি ফেইসবুকে লিখেছেন, ‘যেসব পত্রিকা আমার বাসার ঠিকানা ছেপেছেন বা প্রকাশ করেছেন, তারা আমার জীবনের নিরাপত্তার যেকোনো সমস্যায় দায়ী থাকবেন।’
পরীমনি দুই-তিন ধরে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সেটিকে করোনাভাইরাসের উপসর্গ বলে প্রচারের পর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘তার শুধুই জ্বর রয়েছে। শ্বাসকষ্ট কিংবা গলাব্যথা নেই।’