অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের পাশে গুলশান-২ এ কাফনের কাপড় পড়ে অবস্থান করা পরিবহন চালক ও শ্রমিকদের অবস্থান গুটিয়ে ফেলা হয়েছে। ওই এলাকায় রাস্তা বন্ধ করে গত কয়েক দিন ধরে অবস্থান করে আসছিলেন তারা। রাস্তায় অস্থায়ী মঞ্চ বানিয়ে সেখানে সঙ্গীত অনুষ্ঠান চলে দিন-রাত। ঘোষণা ছিল অবরোধ প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত কর্মসূচি চলবে। তবে গতকাল মধ্যরাতে অবস্থানের আশপাশে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ভোররাতে অবস্থান গুটিয়ে চলে যান চালক ও শ্রমিকরা। একই সঙ্গে সেখানকার অস্থায়ী মঞ্চও গুটিয়ে ফেলা হয়। এদিকে আজ দুুপুরে খালেদা জিয়ার কার্যালয়ের পাশে মানববন্ধন করেছে তৃণমুল হকার্স লীগ।