সম্প্রতি পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলির আদেশে সর্বোচ্চ ৪৭ জনকে র্যাবের উপ-পরিচালক পদে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বদলির আদেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়াদের মধ্যে র্যাবে উপ-পরিচালক হিসেবে ৪৭ জনকে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্যদের স্পেশাল ব্রাঞ্চে (এসবি), পুলিশ সদরদপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি), পুলিশ সদরদপ্তরের ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেলের (প্রেষণে), পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে, খুলনা, রাজশাহী, বরিশাল রেঞ্জ অফিস ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বদলি/পদায়নের আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।