ঢাকাঃ করোনা মহামারিতে জেরবার ভারত। এরমধ্যেই আইপিএল চালিয়ে যাওয়ায় সমালোচিত ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার, চেন্নাই সুপার কিংসের দুই কর্মকর্তা এবং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের কয়েকজন মাঠ কর্মীর কোভিড-১৯ শনাক্ত হলে আইপিএল বন্ধের আবেদন জোরালো হয়। এরই মধ্যে দিল্লির উচ্চ আদালতে আইপিএল বন্ধের আবেদন করেন এক আইনজীবী ও এক সমাজসেবক। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা করোনায় আক্রান্ত হন। আলোচনা-সমালোচনার মধ্যেই মাঝপথে থেমে গেল আইপিএলের চতুর্দশ আসর। অনির্দিষ্ট সময়ের জন্য আইপিএল স্থগিতের কথা জানান আইপিএলের সহ-সভাপতি রাজীব শুক্লা।