গাজীপুর: গাজীপুর জেলায় গত কয়েক দিনে কমছিলো করোনায় আক্রান্ত সংখ্যা নতুন করে আজ আবারো বাড়েছে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুন করে আরো ১৩১ জন আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০১৭১ জন । নতুন আক্রান্ত ১৩১ জন এর মধ্যে গাজীপুর সদরে ৯৮, জন কালিয়াকৈরে ১৫ জন, কালিগঞ্জে ০০,জন শ্রীপুর ১৯,জন ও কাপাসিয়ায় ০১ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের।
গাজীপুর সিভিল সার্জন অফিস আজ সোমবার এই তথ্য দেয়।
গাজীপুর সিভিল সার্জন অফিস এর সর্বশেষ হিসেবমতে, গাজীপুর জেলায় মোট আক্রান্ত ১০১৭১জন। এর মধ্যে সদরেই ৬৬৭২ জন, কালিয়াকৈরে ১০৫৯, জন, শ্রীপুরে ১০০৫ জন,কালিগঞ্জে ৭৭৫ জন, ও কাপাসিয়ায় ৬৬০, জন। মোট ৭৪৬২০টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল দিয়েছে সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘন্টায় নমুনা পাঠিয়েছে ৫৯৫ টি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৩১৩ জন।