গাজীপুরে অগ্নিদ্বগ্ধ এক শিশু সহ তিন জনের অবস্থা আশংকাজনক

Slider টপ নিউজ

gazipur fire-

গাজীপুর: গাজীপুরে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়ার ঘটনায় দ্বগ্ধ ৬জনের মধ্যে ৫জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে শিশুসহ তিন জনের শরীরে অধিকাংশ অংশই পুঁড়ে গেছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জেলা পুলিশ লাইন এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের নলজানীতে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

গুরুতর দ্বগ্ধ তিন জন হলেন, রাকিব মিয়া(১২)। পিতার জামাল উদ্দিন। বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ারচর গ্রামে। মোঃ নুরুন্নবী(২৬) পিতা নইম উদ্দিন। বাড়ি কুড়িগ্রাম জেলা সদরের সাত্তার বিটা গ্রামে ও সুজন মিয়া(২০) পিতার নাম বাচ্চু মিয়া। বাড়ি গাজীপুর সদরের চান্দনায়।

আহত অপর তিনজন হলেন, মনজুরুল ইসলাম(৩২)। পিতার নাম মাহমুদুল ইসলাম। বাড়ি নোয়াখালী সদরের করিমপুর গ্রামে। সোহেল মিয়া(৩৪) পিতার নাম আঃ রহিম। বাড়ি টঙ্গী থানার আরিচপুরে। নাজমুল করিম(১৯)।পিতা ফারুক সরদার। বাড়ি টঙ্গী বিসিক।

এদের মধ্যে নাজমুল করিম ছাড়া বাকী ৫জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নাজমুলকে প্রাথিমক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

গাজীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ নাস মফিজ উদ্দিন ও ইন্টানি ডাক্তার মেহেদী হাসান জানান, অগ্নিদ্বগ্ধ রাকীব ও নুরুন্নবীর শরীরের অধিকাংশ অংশ পুঁড়ে গেছে। সুজনের শরীরের অধেকের বেশী পুঁড়েছে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, গাজীপুর পুলিশ লাইনের খানিক পশ্চিমে নলজানী এলাকায় বলাকা পরিবহনের ওই যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকরা। এ সময় বাসের চালক ভয়ে রাস্তার পাশে বাসটি নামিয়ে দেন। ততক্ষণে বাসে আগুন ছড়িয়ে পড়ে। কোনো কোনো যাত্রী দ্রুত নেমে পড়লেও দগ্ধ হন ৬ জন।

জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন মিয়া বলেছেন, সম্ভবত পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।  এ ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *