৫০ যুবক বইয়ের ক্রেতা মেহেরুননেসা যা বললেন
যুবক তোমার জন্যবই সম্পর্কে।
রিভিউ রিভিউ রিভিউ
আলহামদুলিল্লাহ্
লেখক খায়রুননেসা রিমি হিসেবে আমি তার অন্ধ ভক্ত মানে বড় আপার এমন কোন লেখা বই নাই যা আমার সংগ্রহে নাই। সেই ছোট বেলা থেকেই বড় আপার লেখা আমি ভীষণ পছন্দ করি।
বড় আপা ছোটবেলা থেকেই এতো ভালো লিখতেন যে শিক্ষকরাও বড় আপার কবিতা, গল্প খুব পছন্দ করতেন।সেই সময় বড় আপার লেখাই ছিল স্থানীয় স্কুল ম্যাগাজিনের মূল আর্কষণ। এইভাবেই কলেজে জীবন থেকেই খায়রুননেসা
রিমি ই স্থানীয় সবার প্রিয় লেখক হয়ে যান।
বড় আপা যুবক নিয়ে অণুকাব্য লিখতেন ফেসবুকে। তার আরও অনেক ভক্তের মতো আমার ও খুব ভালো লাগতো এই যুবক অণুকাব্য।
তখন আমি এবং আমার মতো অনেকেই বড় আপার এই যুবক অণুকাব্য গুলোকে একত্রিত করে বই আকারে বের করার জন্য
জোর অনুরোধ করি।
যুবক বই বের হবে এই আকাঙ্ক্ষায় ছিলাম এতদিন।
গতবছরই বইটি বের হওয়ার কথা ছিল।কিন্তু বিশেষ কারণে বের হয়নি। কিন্তু এই বছর আমরা “যুবক তোমার জন্য ” বইটি পেয়েছি মেলার শুরু থেকেই।
আর সেই সাথে পেলাম উদ্যোক্তাদের গল্প বইটিও।
দেরী না করে সাথে সাথেই আমি পঞ্চাশ টি যুবক ও ৫০ টি উদ্যোক্তা বইসহ মোট ১০০ টি বই সংগ্রহ করলাম কারণ যদি পরে আবার বইটি শেষ হয়ে যায়।
” যুবক তোমার জন্য ” বইটি অসাধারণ হয়েছে। বইটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে।এতো ভালো লেগেছে যে লিখে প্রকাশ করতে পারছি না।
বড় আপা খায়রুননেসা রিমির এই সফলতার জন্য অনেক অনেক দোয়া রইলো।
আমি মেহেরুন নেছা
এলিফ্যান্ট রোড ঢাকা থেকে।
ওনার অফ
Needs and Fancy