ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলানিউজ২৪.কম
শ্রীপুর অফিস: জেলার শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান সোহেলকে (২৫) কুপিয়ে বা হাতের রগ কেটে ফেলেছে তার প্রতিপক্ষরা।
বুধবার বেলা ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় বেসরকারী সংস্থা মানবিক উন্নয়ন সংস্থা (প্রশিকা) মোড়ে ওই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি শ্রীপুর উপজেলা যুবলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে ২৩ জুন পিয়ার আলী কলেজে মিষ্টি বিতরণ করা হয়। এসময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহেলের সাথে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মামুনের কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার এ নিয়ে তাদের তাদের মধ্যে হাতাহাতি হয়। কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ওই ঘটনার জের ধরে বুধবার বেলা ১১ টার দিকে কলেজের পাশে প্রশিকা মোড়ে কমপক্ষে ১০/১২ জনের একদল যুবক সোহেলকে এলোপাতাড়ি কোপায়। আশপাাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতকে উদ্ধার করে স্থানীয় এ কে মোমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।
আহত সোহেলের বড় ভাই সাখাওয়াত হোসেন রিপন জানান, বিল্লাল মামুন ও তার সহযোগীরা তার ভাইকে কুপিয়ে আহত করেছে।
মাওনা চৌারাস্তা এ কে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক আদনান আকতার জানান, সোহেলকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তার বাঁ হাতের রগ কেটে দেওয়া হয়েছে। পেটে ও পায়ে কোপানোর আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত বিল্লাল মামুনের মুঠোফোনে (০১৯১১-৫৯৭৬১৭) যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ এলে মামলা রুজু হবে।