ঢাকা:চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪ নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের উত্তরা জোনের আমির মাওলানা নাজমুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের ঢাকা মহানগরের আমির জোনায়েদ আল হাবিব। অন্যদের মধ্যে মুফতি কামাল উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ, বিলাল ইবনে মুসলিম, মুফতি ওয়াহেদুল আলম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।