সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দুই ঘণ্টার বেশি সময় ধরে কাজ করছে না। লগইন করতে সমস্যা, টেক্সট যাচ্ছে না, আবার ছবিও পাঠানো যাচ্ছে না।
কোথাও আবার ‘সাইট ক্যান নট বি রিচড’ লেখা আসছে। এই সমস্যার স্পষ্ট কারণও জানা যাচ্ছে না।
বাংলাদেশী কোনো ব্যবহারকারী শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর থেকে ফেসবুকে প্রবেশ করতে পারছেন না।
ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, প্রায় দুই ঘণ্টা ধরে ফেসবুক কাজ করছে না। কোনো ছবি বা ভিডিও আপলোড দেয়া যাচ্ছে না।
ফেসবুক ব্যবহারকারী সারথী দাস বলেন, বিকেলের পর থেকেই এ সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর তা এই সমস্যা আরো বেড়েছে। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি এখন বিভিন্ন পেশার কাজেও ব্যবহৃত হয়। ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।
বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের পরিচালক (পাবলিক অ্যাফেয়ার্স) এ এফ এম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে ফেসবুক থেকে আমাদের কিছু জানানো হয়নি। অনেক সময় নেটওয়ার্কের কারণে এমন হয়ে থাকে।
তিনি আরো বলেন, এ বিষয়ে বেশ কয়েকজন আমাকে জানিয়েছেন। তাদেরও ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। আমরা ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খানসহ অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।