গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার

সারাদেশ

গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

সোমবার রাত থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সদরসহ সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ, র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *