ঢাকাঃ স্বাধীনতার ৫০ বছরের প্রত্যাশা ও প্রাপ্তিতে আজকের বাংলাদেশ‘ শীর্ষক আলোচনা সভা ১৬ মার্চ মঙ্গলবার রাজধানীর শিশুকল্যাণ পরিষদে অনুষ্ঠিত হয়েছে। ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর আয়োজনে সংগঠনের সভাপতি শাহ্ সুলতান আতিক এতে সভাপতিত্ব করেন। ভাষাসৈনিক মঞ্জুরুল হক শিকদার অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন- ভাষা আন্দোলন গবেষণা পরিষদের মহাসচিব জুয়েল সরকার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-শিক্ষানুরাগি-সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার মিয়া। প্রধান বক্তা ছিলেন-বিশ্ব বাঙালী সম্মেলন ও দক্ষিন এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবিরত্ম মুহাম্মদ আবদুল খালেক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-দৈনিক বঙ্গজননী সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ কামরুজ্জামান জিয়া। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ শীর্ষক স্মরণচিত্র পাঠ করেন-ভাষা আন্দোলন গবেষণা পরিষদের সহসভাপতি সাংবাদিক- মানবাধিকারকর্মী মোঃ শাহ জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৈনিক জনতার সংবাদের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন , বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও মুজিববর্ষ উদযাপন কমিটির সাংগঠনিক আহবায়ক মোঃ দুলাল মিয়া, বিশ্বমিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, সংগঠনের উপদেষ্টা মোঃ আরজু কোরাইশী, মোঃ আলী নিয়ামত, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা কথা আক্তার, শিশু কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নূরুন্নবী সরদার, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, কোষাধ্যক্ষ আবু সালেক ভূইয়া, সহ কোষাধ্যক্ষ বেলাল হোসেন, নির্বাহী সদস্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, পরিচালক সিরাজুল ইসলাম, উপপরিচালক রাসেল খান, জামাল উদ্দিন, জায়েদ খান, ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মাহমুদুল হাসান, আলমগীর হোসেন, খুলনা বিভাগীয় উপ পরিচালক আক্তার হোসেন, ঢাকা বিভাগীয় উপ পরিচালক রাজিব হোসেন, কুমিল্লা অঞ্চলের পরিচালক মোঃ নজরুল ইসলাম, সদস্য হাসান মাহমুদ ও ফরিদ হোসেন বাবু, কিশোরগঞ্জ জেলা পরিচালক ইকবাল হোসেন, জ্যোতির্বিদ জগদীশ চন্দ্র সরকার, রাফু আহম্মেদ, সেলিম আহাম্মদ, আল আমিন ও সাথী আক্তার, সুলতানা আক্তারসহ বিভিন্ন বিভাগ-জেলা-উপজেলার কমিটির নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন-সংগঠনের সহ সভাপতি প্রফেসর মোঃ সদরুল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান অন্তর। অনুষ্ঠানে দেশ-জাতীর কল্যাণে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ১০গুনীজনকে সম্মাননা প্রদানসহ দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।