কূটনৈতিক রিপোর্টার | ঢাকা ছেড়েছেন পাকিস্তান দূতাবাসের কনস্যুলার অ্যাটাচে মোহাম্মদ মাযহার খান। ৩১শে জানুয়ারি পিআইএ’র একটি ফ্লাইটে সপরিবারে বাংলাদেশ ত্যাগ করেন বিভিন্ন অপরাধে অভিযুক্ত ওই কূটনীতিক। তার ঢাকা ছাড়ার বিষয়টি পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেছে পাকিস্তান দূতাবাস। একই সঙ্গে তার জন্য ইস্যু করা আইডি কার্ডটিও ফেরত পাঠিয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, গত ১২ই জানুয়ারি সন্ধ্যার দিকে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ইউএই মৈত্রী মার্কেট থেকে এক সঙ্গীসহ ওই কূটনীতিককে আটক করে পুলিশ। তার বাংলাদেশী সঙ্গী মুজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য স্বর্ণ চোরাচালান প্রতিরোধবিষয়ক ঢাকা মহানগর পুলিশের ডিবি টিমের জিম্মায় পাঠায় বনানী থানা। সেখানে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদ শেষে আটক কূটনীতিক মাযহার খানকে পাকিস্তান দূতাবাসের জিম্মায় ছেড়ে দেয়া হয়। ভিয়েনা কনভেনশনে ‘কূটনীতিককে দায়মুক্তি’র বিধান রয়েছে। ওই বিধানের কারণে রাতেই দূতাবাসের হেড অব চ্যাঞ্চারি সামিনা মেহতাবের কাছে অভিযুক্ত কূটনীতিককে বুঝিয়ে দেয়া হয়। সূত্রের দাবি পুরো বিষয়টি তাৎক্ষণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় পুলিশ। পররাষ্ট্র দপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়। পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর থেকে কড়া নজরদারিতে ছিলেন মাযহার খান। এ অবস্থায় গত শনিবার ঢাকা ছেড়ে যান তিনি।