গাজীপুরে মশার কামড়ে রাস্তায় আসছেন মেয়র!

Slider টপ নিউজ

গাজীপুরঃ মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। যেখানে বসা হয়, সেখানেই মশার আক্রমণ। বস্তি থেকে উঁচু ভবনের ছাদ, সব জায়গায় মশা। ইতোমধ্যে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন। রক্তলোভী মশা স্বাস্থ্যবান হয়ে কামড়ের গতি ও হিংস্রতা এমনভাবে বাড়িয়ে দিয়েছে যেন, কামড় খেয়ে মানুষ মশারী নিয়ে রাস্তায় মিছিলও করেছেন।

মশার হাত থেকে মুক্তির জন্য মেয়র জাহাঙ্গীর আলম মশা মারার যুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। একযোগে সকল ওয়ার্ডে মশা নিধন করবেন। করোনার জন্য মশার ঔষুধ দেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী যেন দ্রুত আন্দোলনে নামেন, সেজন্যে বড় বড় মশারাও অন্ধকারে কামড় দেয়া শুরু করেছে। মশা মারার দায়িত্বপ্রাপ্তদের মধ্যেও কেউ কেউ মশার সমালোচনা করছেন।

তাই ছোট বড় মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী এখন মশা মারার যুদ্ধের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *