গাজীপুরঃ গাজীপুর জেলায় প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের দুই গ্রুপের দ্বন্ধে আগামী শনিবারের বনভোজন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। একটি পক্ষের বিরুদ্ধে আদালতে অর্থ আত্মসাতের মামলা হওয়ায় তারা গাজীপুর সিটি মেয়রকে প্রধান অতিথি করে শনিবার বনভোজনের আয়োজন করেছে।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুর জেলায় প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের একটি সংগঠন ছিল। সম্প্রতি নির্বাহী কমিটির বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগ উঠায় তদন্ত কমিটি হয়। পরবর্তি সময় আদালতে মামলাও হয়। এই মামলাকে কেন্দ্র করে মামলার আসামী পক্ষ আরেকটি সংগঠন করে। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের গাজীপুর জেলা ও মহানগর শাখা কমিটি গঠন করে তারা আলদাভাবে কার্যক্রম পরিচালনা শুরু করেন। বর্তমানে কেন্দ্রিয় সংগঠনের শাখা হিসেবে তারা কার্যক্রম করছেন। কিন্তু স্থানীয় সংগঠনের টাকা আত্মসাতের মামলা বিচারাধীন থাকায় সমালোচনা শুরু হয়। কয়েকদিন ধরে অর্থআত্মসাৎ সংক্রান্ত খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।
জানা গেছে, শনিবারের বনভোজনে প্রধান অতিথি গাসিক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান।
প্রসঙ্গত: প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, গাগীপুর জেলার পাঁচ কর্মকর্তাদের বিরুদ্ধে এক কোটি চুয়াল্লিশ লক্ষ্য সত্তুর হাজার দুইশ উনানব্বই টাকা আত্বসাৎ এর অভিযোগে মামলা হয়েছে।
গাজীপুর আদালতে দায়েরকৃত সি আর মোঃ নং ১৬০/২০২১ সূত্রে জানা যায় মোঃ হাবিবুর রহমান পিতা হাজী আঃ লতিফ খান ,যুগ্ম প্রচার সম্পাদক,প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, জেলা শাখা ও স্বত্তাধিকারী হাবিব ডায়াগানস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টার বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলার বিবাদী করা হয় এসোসিয়েশনের জেলা সভাপতি, ডাঃ মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক, মোঃ শাহ আলম সিকদার. মহানগর কমিটির সাধারণ সম্পাদক, মোঃ আঃ রহমান, অডিট কমিটির প্রধান, মোঃ রফিকুল ইসলাম, মহানগর কমিটির সভাপতি, কাজীম উদ্দিনকে।
মামলার অভিযোগে বলা হয় ৩১ ডিসেম্বর ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সমিতির সদস্য হিসেবে এককালীন চাঁদা, মাসিক চাদা, অনুদান, রেটচার্ট এর টাকা, বনভোজনের টাকা, ইফতার মাহফিলের টাকা ও বিশেষ চাঁদা ফান্ড থেকে আসামীরা পরস্পর যোগসাজসে ১৪৪৭০২৮৯ টাকা আত্বসাৎ করেন।
এছাড়া নানা অনিয়ম ও সদস্যদের সাথে প্রতারণা করে দীর্ঘ দিন যাবৎ পদে আসিন রয়েছেন।
ফৌজদারী কাঃবিঃ ৪০৬|৪২০|১০৯|৫০৬ ধারায় দায়েরকৃত মালালায় বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত আগামী ১|৪|২০২১ তারিখের মধ্যে পি বি আই কে তদন্ত পূর্বক প্রতিবেদন আদালতে পেশ করার নির্দেশ প্রধান করেন।