মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ : নিহত ৩০, আটক ১২১৩

Slider সারাবিশ্ব


মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রায় এক মাসের চলমান বিক্ষোভে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া অভুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনী দেশটিতে এক হাজার দুই শ’ ৩০ জনকে আটক করেছে।

মিয়ানমারভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এক হাজার দুই শ’ ১৩ জনকে আটক করে। এর মধ্যে ৯১৩ জনকে আটক রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের মধ্যে চারজনকে আদালত দোষী সাব্যস্ত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘সাথে সাথে গত মাসে অং সান সু চির সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংস ও বেপরোয়া দমন অভিযানের কারণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।’

১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *