শ্রীপুরে চলাচলের রাস্তায় লোহার গেইট প্রতিবাদ করায় নারীর উপর হামলা

Slider গ্রাম বাংলা


নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তায় গেইট দিয়ে কয়েকটি পরিবারকে অবরুদ্ধ। প্রতিবাদ করায় এক নারীকে গুরুতর আহত করছে প্রতিপক্ষের লোকজন।
এতে ঐ নারী ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ঐ নারীর ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
আহতরা হলেন, শিরিন আক্তার (৪০), শিউলী আক্তার (৪৫)
থানায় দায়ের করা আলমগীর হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ ফেব্রæয়ারি বেলা ১২টায় আমার পরিবারের চলাচলের রাস্তার ওপর একটি লোহার গেইট স্থাপন করে। এসময় আমার বোন শিউলী আক্তার গেইট স্থাপনের প্রতিবাদ করলে নাজমুল হোসেন, মেহেদী হোসেন বাপ্পি, কায়েস মাঝি, আকমল হোসেনের নেতৃত্বে বোনের উপর হামলা করে গুরুতর আহত করে। এসময় অন্যান্যরা এসে উপস্থিত হলে তাদের মারধর করে। এসময় বাপ্পির হাতে থাকা দা দিয়ে আমার বোন শিরিন আক্তারকে মাথায় কোপ দিলে সে গুরুতর আহত হয়। এছাড়াও অভিযুক্তরা বিভিন্ন সময় মারধরসহ হত্যার হুমকি দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এঘটনায় অভিযোগ জমা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *