রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে উৎসবমূখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন করা হয়েছে। (২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর রেঞ্জ কার্যালয় মাঠে এ ম্যারাথনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন, রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা সমবায় অফিসার উৎপল কুমার মন্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন নানা শ্রেণি পেশার মানুষ। প্রতিযোগিতায় অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন।